সংবাদ শিরোনাম ::
কাপাসিয়ায় সামাজিক দূরত্ব ও মুখে মাস্ক পরিধান না করায় ১০ জনকে জরিমানা

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১২:৪৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০ ৮ বার পড়া হয়েছে
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশ অমান্য করে সামাজিক দূরত্ব না মানায়, মুখে মাস্ক পরিধান না করায়, অহেতুক কারণ ছাড়া বাইরে মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করায়, ব্রীজে আড্ডা দিয়ে ফুচকা খাওয়ারত অবস্থায় অনেক লোক পাওয়া ১০ জনকে ৫ হাজার ১ শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
১২ জুন বিকালে ফকির মজনু শাহ সেতুর উপরে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা বলেন সামাজিক দূরত্ব না মানায়,মুখে মাস্ক পরিধান না করায়, এক মোটরসাইকেল ৩ জন নিয়ে অহেতুক ঘুরাঘুরি, ব্রিজের উপর আড্ডা দেয়ায় অপরাধে তাদেরকে জরিমানা করা হয়। করোনা ভাইরাস সংক্রমণ রোধে মোবাইল কোর্ট পরিচালনার কাজ অব্যাহত থাকবে।