কোচ পরিবর্তন করেও জয়ের দেখা পেল না ইউনাইটেড
- আপডেট সময় : ১০:৩৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / 4
টানা ব্যর্থতায় কোচিং স্টাফে পরিবর্তন নিয়ে আসে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব কর্তৃপক্ষ। রুবেন আমোরিমের স্থলাভিষিক্ত হন স্কটিশ কোচ ড্যারেন ফ্লেচার। এরপরও জয়ের দেখা পেল না রেড ডেভিলরা। পয়েন্ট টেবিলের তলানির দিকে থাকা বার্নলির বিপক্ষে ২-২ গোল ব্যবধানে ড্র করেছে ইউনাইটেড।
চলতি লিগে আমোরিমের অধীনে শেষ পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড। এরপরই চাকরিচ্যুত হন পর্তুগিজ কোচ। ২০২৪ সালের নভেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়া ৪০ বছর বয়সী রুবেন আমোরিমের অধীনে ৬৩ ম্যাচে ২৫টি ম্যাচ জেতে রেড ক্লাবটি।
ক্লাব কর্তৃপক্ষ প্রত্যাশা করেছিল, নতুন কোচের অধীনে ভালো করবে দল। জয়ের লক্ষ্য নিয়েই বার্নলির বিপক্ষে খেলতে নামে ইউনাইটেড।
প্রতিপক্ষে মাঠে খেলতে গিয়ে প্রথমার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ড্যারেন ফ্লেচারের শিষ্যরা। কিন্তু ম্যাচোর ১৩তম মিনিটে আত্মঘাতী গোল হজম করে পিছিয়ে পড়ে ইউনাইটেড। এরপর একের পর এক আক্রমণ চালালেও পায়নি গোলের দেখা। ফলে ০-১ গোল ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় সফরকারীরা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোছানো ফুটবল শুরু করে ইউনাইটেড। সেই সুবাদে মাত্র ১১ মিনিটের ব্যবধানে দুই গোল আদায় করে লিডও নেয় তারা। ম্যাচের ৫০তম ও ৬০তম মিনিটে গোল দুটি করেন দলের স্লোভেনিয়ান তারকা ফুটবলার বেনজামিন সেসেকো। তবে ছয় মিনিট পরেই সমতায় ফেরে বার্নলি। স্বাগতিকদের হয়ে দ্বিতীয় গোলটি করেন জাইডন অ্যান্টনি। এরপর ম্যাচে আর কোনো গোল হয়নি। ফলে ২-২ ব্যবধানেই শেষ হয় ম্যাচটি।
এই ড্রয়ের পর ২১ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের সংগ্রহ দাঁড়িয়েছে ৩২ পয়েন্ট। পয়েন্ট টেবিলের তাদের অবস্থান সাত নম্বরে। আর সমান সংখ্যক ম্যাচে মাত্র ১৩ পয়েন্ট নিয়ে ১৯তম স্থান অবস্থান করছে বার্নলি। এদিকে টেবিলের শীর্ষে অবস্থান আর্সেনালের। ২০ ম্যাচে তাদের সংগ্রহ সর্বোচ্চ ৪৮ পয়েন্ট। আর ৪৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে ম্যানচেস্টার সিটি।


























