টাঙ্গাইল জেলা প্রশাসকের করোনা শনাক্ত

0

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গনির করোনা শনাক্ত হয়েছেন। মঙ্গলবার সকালে তার নমুনার ফলাফলে করোনা পজিটিভ আসে। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার টাঙ্গাইলের সিভিল সার্জন মো. ওয়াহিদুজ্জামান জানান, সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের তিনজন কর্মকর্তার করোনা পজিটিভ আসে। এরপর জেলা প্রশাসক আতাউল গনি নমুনা দেন। ওইদিনই তার নমুনা ঢাকায় পাঠানো হয়। পরে নমুনার ফলাফলে তারও করোনা পজিটিভ আসে। তবে তিনি সুস্থ আছেন। বর্তমানে তিনি নিজ বাসভবনে আছেন।

জেলা প্রশাসক আতাউল গনি নিজেও জানান, তার নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে তিনি সুস্থ ও আইসোলেশনে আছেন বলে জানান।

গত ৮ জুলাই আতাউল গনি টাঙ্গাইলের জেলা প্রশাসক হিসেবে যোগ দেন। টাঙ্গাইলে যোগদানের আগে তিনি মেহেরপুরের ডিসি হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে মঙ্গলবার জেলায় নতুন করে ৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক হাজার ৫১৫ জন।

Leave A Reply

Your email address will not be published.

Title