নাসিক নির্বাচন : ১০,১১,১২নং ওয়ার্ডে মিনোয়ার মোবাইল, স্বর্না নিলেন চশমা

নিজস্ব প্রতিবেদক:: আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১০,১১,১২নং ওয়ার্ডের প্যানেল মেয়র ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মিনোয়ারা বেগম মোবাইল প্রতীক পেয়েছেন এবং তার প্রতিদন্দ্বী প্রার্থী মৌসুমী ভূইঁয়া স্বর্ণা পেয়েছেন চশমা প্রতীক।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার।

প্রসঙ্গত : আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৩৪ জন ও মহিলা ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১৯ জন এবং হিজড়া ভোটার ৪জন। এরমধ্যে নতুন ভোটার বেড়েছে ৪২ জাজার ৪২৬ জন। এছাড়া এবার ২৭টি ওয়ার্ডে ভোট কেন্দ্রের সংখ্যা ১৮৭টি, বুথের সংখ্যা ১ হাজার ৩০১টি। এছাড়া অস্থায়ী বুথের সংখ্যা ৯৫টি।

জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে এ তথ্য। তারা আরও জানান, ২৯ নভেম্বর ২০২১ পর্যন্ত হালনাগাদ ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ জন। এবার নতুন ভোটার বেড়েছে ৪২ জাজার ৪২৬ জন। আগামী ১৬ জানুয়ারী নাসিক নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave A Reply

Your email address will not be published.

Title