নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে ‘ব্যর্থতার দায়ে’ বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

নিজস্ব প্রতিবেদক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ‘ব্যর্থতার দায়ে’ বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। নেতারা বলেছেন, ‘গণবিরোধী সরকার আর অবৈধ সিন্ডিকেটের যোগসাজশে’ ভোক্তা জনগণের পকেট কাটা হচ্ছে। লুটপাটের ধাক্কায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের নাগালের বাইরে। ‘বিনা ভোটের সরকার’ দেশের মানুষকে আজ ভাতে মারতে চলেছে। চলমান লুটপাটতন্ত্র ও দুঃশাসনের অবসান ঘটানোর লড়াইয়ে সামিল হতে দেশের মানুষের প্রতি আহ্বান জানান নেতারা।

আজ বুধবার রাজধানীর পুরানা পল্টন মোড়ে সিপিবি ঢাকা দক্ষিণ কমিটি আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতারা এসব কথা বলেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে সিপিবি ঘোষিত ‘দাম কমাও, জান বাঁচাও দিবস’-এর কেন্দ্রীয় কর্মসূচিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির সভাপতি শামসুজ্জামান হীরার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক জলি তালুকদার, মহানগর নেতা ত্রিদিব সাহা, শংকর আচার্য, গোলাম রাব্বী খান প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন সিপিবি ঢাকা দক্ষিণের সম্পাদকমণ্ডলীর সদস্য আক্তার হোসেন। সমাবেশের আগে ‘দাম কমাও, জান বাঁচাও’ স্লোগানে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশ থেকে গরিব মানুষের জন্য রেশনিং ও গণবণ্টন ব্যবস্থা চালু, টিসিবির কার্যক্রম জোরদার, ন্যায্যমূল্যের দোকান চালু, ‘বাফার স্টক’ গড়ে তোলা, অবৈধ ব্যবসায়ী-সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং লুটেরা-মজুদদার-মুনাফাখোর-মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানানো হয়।

চট্টগ্রাম ব্যুরো জানায়, ‘দাম কমাও, জান বাঁচাও দিবস’ স্লোগানে আজ চট্টগ্রাম মহানগরের সিনেমা প্যালেস চত্বরেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক অশোক সাহার সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, জেলা কমিটির সদস্য উত্তম চৌধুরী, ফরিদুল ইসলাম, দীলিপ নাথ প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.

Title