বাংলাদেশের প্রথম লক্ষ্য সেমিফাইনাল

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য কোয়ার্টার ফাইনাল। ২০১৫ সালে বিশ্বকাপে শেষ আট থেকে বিদায় নেয় টাইগাররা। তবে এবারের বিশ্বকাপে দল ভালো করবে, এমন প্রত্যাশা সমর্থকদের। দেশ ছাড়ার আগে বেশ কয়েকজন ক্রিকেটার জানিয়েছিলেন বিশ্বকাপে সেমিফাইনালে খেলা লক্ষ্যের কথা। এবার টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও জানালেন একই কথা।

শুক্রবার (৬ অক্টোবর) ধর্মশালায় ম্যাচের আগে দিন সংবাদ সম্মেলনে এসে হাথুরুসিংহ বলেন, ‘আমরা সবাই বিশ্বকাপ জিততে চাই। আপনি আমাকে যখন সঠিকভাবে জিজ্ঞেস করেছেন সত্যিকারার্থেই কেমন সুযোগ আছে? তাহলে বলবো–যদি আমরা চার-পাঁচটা ম্যাচ জিততে পারি, তাহলে সেমিফাইনাল বা নক-আউট স্টেজে খেলতে পারবো। এটি আমাদের প্রথম লক্ষ্য। এই জিনিসটা করার জন্য আমাদের যথেষ্ট ভালো দল আছে। প্রথমে আমাদের সেমিফাইনালে যেতে হবে।’

প্রধান কোচ আরও বলেন, ‘মানুষ স্বপ্ন দেখতে পারে এবং নির্দিষ্ট লক্ষ্য থাকতে পারে। এটাও একই ব্যাপার। আপনি চেষ্টা করছেন যেন বিশ্বকাপ ভালো যায়, ম্যাচ জিততে পারে। একটু আগেই বলেছি আমাদের লক্ষ্য সেমিফাইনালে যাওয়া। এটা স্বপ্ন হতে পারে বা লক্ষ্য, তাতে কিছু যায়-আসে না।’

Leave A Reply

Your email address will not be published.

Title