বাগমারায় পুলিশের মোবিলাইজেশন কন্টিনজেন্ট ক্যাম্প ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

রাজশাহী বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের নরদাশ ডিগ্রী কলেজ মাঠে রবিবার পুলিশের মোবিলাইজেশন কন্টিনজেন্ট ক্যাম্পের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ই মার্চ) সারা দেশের ন্যায় “পুলিশই জনতা জনতাই পুলিশ ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে রাজশাহী বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের নরদাশ ডিগ্রি কলেজ মাঠে পুলিশের এই মোবিলাইজেশন কন্টিনজেন্ট প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শুরু করা হয় । রবিবার ২১ই মার্চ সকাল ১১টা থেকে বিভিন্ন প্রশিক্ষণের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন শুরু হয় । পুলিশের মোবিলাইজেশন কন্টিনজেন্ট ক্যাম্প ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে রাজশাহী জেলার পুলিশ সুপার এবি,এম মাসুদ হোসেন বিপিএম, এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার রেঞ্জ ডি,আই জি , আব্দুল বাতেন বিপিএম, পিপিএম। এছাড়া ও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , অতিরিক্ত পুলিশ সুপার সমন দেব, বাগমারা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বাবু শ্রী অনিল কুমার সরকার বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, সহকারী কমিশনার( ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল – মামুন প্রামানিক, নরদাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ মতিন, শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম, আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জান মোহাম্মাদ, নরদাশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ মুকুল হোসেন। প্রধান অতিথি ডি আই জি আব্দুল বাতেন বিপিএম, পিপিএম কে অভিনন্দন জ্ঞাপন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল। প্রধান অতিথি রাজশাহী রেঞ্জের ডিআইজি বলেন, উপজেলা ভিত্তিক এই প্রথম কোন উপজেলায় এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে । কারণ জনগণের কাছাকাছি থেকে পুলিশ কে কাজ করতে হবে। জনগণ ও পুলিশ এক হয়ে কাজ করলে পুলিশের কাজ সহজ হবে এবং সমাজ তথা দেশ থেকে দুর্নীতি মুক্ত সহজাত হবে। পুলিশ জনগনকে এক হয়ে কাজ করার আহবান জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন। তিনি পুলিশের কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং তাদের জন্য অর্থ বরাদ্দ করেন। মোবিলাইজেশন কন্টিনজেন্ট প্রশিক্ষণ ক্যাম্প ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানটির সার্বিকভাবে সহযোগিতা করেন বাগমারা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোস্তাক আহমেদ ও হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

মোঃ সাইফুল ইসলাম
বাগমারা রাজশাহী প্রতিনিধি

Leave A Reply

Your email address will not be published.

Title