ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না পুতিন

নিজস্ব প্রতিবেদক: ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীনের চার দেশীয় এ বাণিজ্যিক জোটের চলতি বছরের সম্মেলনের আয়োজক দক্ষিণ আফ্রিকা।

বুধবার এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট সিরিল রামফোসার কার্যালয় জানিয়েছে, আসন্ন ব্রিকস সম্মেলন (২২ আগস্ট থেকে ২৪ আগস্ট) যোগদান করবেন না পুতিন। পুতিনের যোগদান না করার সিদ্ধান্ত দুই দেশ অর্থাৎ রাশিয়া ও আফ্রিকা যৌথভাবে নিয়েছে। এএফপি

চলতি বছরের মার্চ মাসে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক আদালত (আইসিসি)। পুতিন যদি আফ্রিকায় সম্মেলনে যোগদান করেন তাহলে চুক্তি স্বাক্ষরকারী সদস্য দেশ হিসাবে আফ্রিকা তাকে গ্রেফতার করতে বাধ্য।

মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামফোসা আইসিসির কাছে পুতিনকে গ্রেফতার করা হবে না-এমন অনুমতি চান। কারণ, তার মতে পুতিনকে গ্রেফতার করা হলে সেটা হবে যুদ্ধ ঘোষণার শামিল।

Leave A Reply

Your email address will not be published.

Title