সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবীতে নেত্রকোণায় মানববন্ধন

নেত্রকোণা প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজায় ৩ দিনের সরকারি ছুটি এবং সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে নেত্রকোণায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে হিন্দু যুব পরিষদ ও বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ নেত্রকোনা জেলা কমিটির আয়োজনে এ মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শ্যামলেন্দু পাল, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ভজন দাসসহ আরো অনেকেই।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা ছাত্র পরিষদের সভাপতি আরাধন তালুকদার, সাধারন সম্পাদক সাগর সরকার জয়, সমন্বয়ক ঝুটন সরকার, ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা আদিত্য সাহা, ঝলক সরকারসহ অন্যরা।

এ সময় মানববন্ধনে শারদীয় দূর্গা পূজায় তিন দিনের সরকারি ছুটি, দীর্ঘদিনের দাবি সংখ্যা লঘু সরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

Leave A Reply

Your email address will not be published.

Title