স্বরূপকাঠিতে এনজিও আশা’র দেয়া ত্রান সামগ্রী পেল ২ শত পরিবার

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের স্বরুপকাঠিতে বেসরকারী এনজিও আশা’র পক্ষ থেকে ২ শত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্তরে ওই ত্রান সামগ্রী উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু’র কাছে হস্তান্তর করেন আশা’র আঞ্চলিক ব্যবস্থাপক দীপক কুমার চক্রবর্তী।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু স্বরূপকাঠি শাখা ব্যবস্থাপক আব্দুল মালেক, এনজিও কর্মকর্তা শরীফ আল মাহাবুব, মনি শংকর মন্ডল, সহকারী ব্যবস্থাপক আনোয়ার হোসেন উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা শামসুল আলমকে নিয়ে বিভিন্ন শ্রেনী পেশার দরিদ্র মানুষের মধ্যে ওই ত্রান বিতরন করেন প্রমুখ।
আশা’র আঞ্চলিক ব্যবস্থাপক দীপক কুমার চক্রবর্তী জানান, আশা’র পক্ষ থেকে পিরোজপুর জেলা প্রশাসকের কাছে ৫ শত পরিবারের জন্য ও জেলার প্রতিটি উপজেলায় ২ শত পরিবারের জন্য করে সর্বমোট ১৯ শত পরিবারের ত্রান সামগ্রী স্ব স্ব উপজেলার নির্বাহী অফিসারে কাছে হস্তান্তর করা হয়। প্রতি প্যাকেটে ত্রান সামগ্রীর মধ্যে ১০ কেজি চাল,২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবন দেওয়া  হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

Title