হেফাজতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে দেশ থেকে আইন উঠে যাবে: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে হেফাজতে ইসলামের সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে দেশ থেকে আইন উঠে যাবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

রোবাবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির স্মারক গ্রন্থ ‘ইতিহাসের মহানায়ক’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‍একজন বিদেশি অতিথি (ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) এর আগেও বাংলাদেশে এসেছিলেন। কিন্তু তখন তারা চুপ ছিলেন। অথচ এবার তিনি বাংলাদেশে আসায় তাদের ঘুম ভেঙেছে।

‌‘ব্রাহ্মণবাড়িয়ায় যে কাজটি হয়েছে, তা কী আমরা সমর্থন করতে পারি? আমাদের দূর্ভাগ্য হচ্ছে আজকে একটা গোষ্ঠী মসজিদকে ব্যবহার করে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করছে। এটা কি আমরা সমর্থন করতে পারি? আইনের শাসন তো সবাইকে প্রতিষ্ঠা করতে হবে। যারা মসজিদকে ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদেরকে আমরা কি বলবো?’

আমিন উদ্দিন বলেন, এখন তাদের বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, দেশ থেকে তো আইনটাই চলে যাবে। তারা দেশটাকেই অস্বীকার করছে।‍

Leave A Reply

Your email address will not be published.

Title