ঈদে বাইরে থেকে লোক আসা ঠেকাতে পুলিশ তদন্ত কেন্দ্র’র মাইকিং

বাগমারাপ্রতিনিধিঃ সারা বিশ্বের এক আতংকের নাম করোনা ভাইরাস। বিশ্ব যখন করোনা আতংকে আতংকিত ঠিক তখনি রাজশাহী বাগমারায় করোনাভাইরাসের প্রাদুভার্ব রোধে ঘরে থাকার কোন বিকল্প নেই।তাই অতি প্রয়োজন ছাড়া মানুষ কে ঘরের  বাহিরে না আসার জন্য নিদের্শনা দিয়েছে  রাজশাহী জেলা পুলিশ।এই নির্দেশনা বাস্তবায়নে কাজ করে চলছে রাজশাহী বাগমারা উপজেলার  হাটগাঙ্গোপাড়া পুলিশতদন্ত কেন্দ্রর ইনর্চাজ মোঃ রফিকুল ইসলাম। তাই  সামনে ঈদে যেন বাইরের জেলা থেকে কোন লোকজন এলাকায় না আসতে পারে সেজন্য বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া পুলিশতদন্ত কেন্দ্রের পক্ষ থেকে সারাদিন উপজেলার ৬টি ইউনিয়নের লোকজনকে  সর্তক মূলক মাইকিং করা হয়েছে।

হাটগাঙ্গোপাড়াপুলিশ তদন্ত কেন্দ্রর অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, জেলা প্রশাসক এক উপজেলা থেকে অন্য উপজেলায় লোকজন  যেতে না পারে সেজন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। সামনে ঈদে বাহির থেকে কোন লোকজন  যেন না আসতে পারে। সেজন্য জেলা পুলিশের নিদেশক্রমে সচেতনের লক্ষে মাইকিং করা হচ্ছে। কেউ যদি ভূলক্রমে এসে থাকেন সংশ্লিষ্ট প্রশাসনকে জানানোর জন্য বলা হচ্ছে।

সোমবার(১৮মে)উপজেলার হাটগাঙ্গোপাড়ায়, হাটগাঙ্গোপাড়া পুলিশতদন্ত কেন্দ্রের পুলিশের উপ-পরিদর্শক (এসআই)মোঃরায়হান  এএসআই মোঃ হেলালসহ অন্য পুলিশ সদস্য কে  সাথে নিয়ে সতকমূলক মাইকিং করতে দেখা গেছে।

এছাড়াও বাগমারা  উপজেলা প্রশাসন ও সশ্বস্ত্র বাহিনীর সদস্যরা একসঙ্গে  গাড়ি নিয়ে গোটা উপজেলা  দাপিয়ে বেড়াচ্ছেন। কোথাও জনসমাগম দেখলেই গাড়ি থামিয়ে তাদের ঘরে ফেরাচ্ছেন সেনা সদস্যরা।

পাশাপাশি প্রতিটি মোড়ে মোড়ে রয়েছে পুলিশ। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও নজরদারি করছেন। রাজশাহীর শেষ সীমান্ত ও বাগমারা, মোহনপুর উপজেলার শেষ সীমান্ত   কামারপাড়া মোড়ে চেকপোস্ট বসিয়ে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.

Title