দৃশ্যমান স্থানে গণপরিবহনের ভাড়ার চার্ট প্রদর্শনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: বাস থামার নির্দিষ্ট স্থানগুলোতে এবং যাত্রীদের নিকট সহজেই দৃশ্যমান হয় এমনভাবে গণপরিবহনের ভাড়ার চার্ট প্রদর্শনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক মাসের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে বিআরটিএ’র প্রতি এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিটের শুনানি নিয়ে সোমবার (২৪ জানুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবু তালেব। তিনি জানান, রুলে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ১২২ ধারা অনুযায়ী বাস, মিনিবাস তথা গণপরিবহনের ভাড়া বৃদ্ধি সংক্রান্ত বিধিমালা প্রণয়ন না করতে পারার ব্যর্থতা, আইনের ৩৪(৩) ধারার বিধান প্রতিপালনে ভাড়ার তালিকা প্রকাশ্য স্থান ও সহজে দৃশ্যমান স্থানে না টানিয়ে ভাড়া আদায় করার বিষয়টি নিয়ন্ত্রণ করতে না পারার ব্যর্থতা এবং আইনের ৩৪(৪) ধারার বিধান মোতাবেক যাত্রীদের নিকট হইতে বাস মালিক, কন্টাক্টরদের বেশি ভাড়া আদায় বন্ধ করার ব্যর্থতা কেন বেআইনী ও আইন পরিপন্থী ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট।

Leave A Reply

Your email address will not be published.

Title