ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চাঁদাবাজি ও হয়রানি ঠেকাতে কঠোর নজরদারির ঘোষণা নৌ পুলিশের

চাঁদাবাজি ও হয়রানি ঠেকাতে কঠোর নজরদারির ঘোষণা নৌ পুলিশের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৮:১৬ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নৌপথে কোরবানির পশু পরিবহনকে নিরাপদ, সুশৃঙ্খল ও হয়রানিমুক্ত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নৌ পুলিশ। এরই অংশ হিসেবে আজ নৌ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়, যেখানে পশুর হাট ইজারাদারগণ ও নৌ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন নৌ পুলিশের ডিআইজি মোঃ মিজানুর রহমান, পিপিএম (বার)। তিনি বলেন, “নৌপথে কোরবানির পশু পরিবহন ও হাট ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ আগের বছরের মতো এবারও আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। চাঁদাবাজি, চুরি কিংবা অন্য কোনো ধরনের অপরাধ যাতে না ঘটে সে জন্য বিশেষ নজরদারি চালানো হবে।”

সভায় আলোচনার মূল বিষয় ছিল:

অতিরিক্ত পশু বোঝাই নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

আবহাওয়ার পূর্বাভাস অনুসরণ করে নৌযান পরিচালনা

পশুর হাটে সিসি ক্যামেরা স্থাপন ও টহল জোরদারকরণ

চাঁদাবাজি ও চুরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নগদ অর্থ লেনদেনের পরিবর্তে ডিজিটাল বা ব্যাংকিং ব্যবস্থার পরামর্শ

হাটে নির্ধারিত হাসিল ফি প্রদর্শনের নির্দেশনা

পকেটমার, ছিনতাইকারী ও প্রতারক চক্র থেকে সজাগ থাকার আহ্বান

পশুবাহী নৌযানে হাটের নামসহ ব্যানার টানানো

সভায় উপস্থিত হাট ইজারাদারগণ গত বছরের মতো এবারও নৌ পুলিশের সহযোগিতা কামনা করেন এবং তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁরা বলেন, বিগত ঈদে নৌ পুলিশের কার্যক্রমের ফলে পশু পরিবহন অনেক সহজ ও নিরাপদ হয়েছিল।

ডিআইজি মিজানুর রহমান হাট ইজারাদারদের উদ্দেশ্যে বলেন, “যদি কেউ চাঁদাবাজি বা অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাহলে ৯৯৯ নম্বরে তাৎক্ষণিকভাবে জানাতে হবে। নৌ পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করবে।”

সভায় অংশগ্রহণ করেন নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস), পুলিশ সুপার (ক্রাইম, অপস্, এস্টেট ও ডেভেলপমেন্ট), ঢাকা ও নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপারবৃন্দ, হাট ইজারাদারবৃন্দ এবং দেশের বিভিন্ন অঞ্চলের পুলিশ কর্মকর্তারা।

সভা শেষে ডিআইজি উপস্থিত ইজারাদারদের ধন্যবাদ ও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাঁদাবাজি ও হয়রানি ঠেকাতে কঠোর নজরদারির ঘোষণা নৌ পুলিশের

চাঁদাবাজি ও হয়রানি ঠেকাতে কঠোর নজরদারির ঘোষণা নৌ পুলিশের

আপডেট সময় : ০৩:৪৮:১৬ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

জেলা প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নৌপথে কোরবানির পশু পরিবহনকে নিরাপদ, সুশৃঙ্খল ও হয়রানিমুক্ত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নৌ পুলিশ। এরই অংশ হিসেবে আজ নৌ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়, যেখানে পশুর হাট ইজারাদারগণ ও নৌ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন নৌ পুলিশের ডিআইজি মোঃ মিজানুর রহমান, পিপিএম (বার)। তিনি বলেন, “নৌপথে কোরবানির পশু পরিবহন ও হাট ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ আগের বছরের মতো এবারও আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। চাঁদাবাজি, চুরি কিংবা অন্য কোনো ধরনের অপরাধ যাতে না ঘটে সে জন্য বিশেষ নজরদারি চালানো হবে।”

সভায় আলোচনার মূল বিষয় ছিল:

অতিরিক্ত পশু বোঝাই নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

আবহাওয়ার পূর্বাভাস অনুসরণ করে নৌযান পরিচালনা

পশুর হাটে সিসি ক্যামেরা স্থাপন ও টহল জোরদারকরণ

চাঁদাবাজি ও চুরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নগদ অর্থ লেনদেনের পরিবর্তে ডিজিটাল বা ব্যাংকিং ব্যবস্থার পরামর্শ

হাটে নির্ধারিত হাসিল ফি প্রদর্শনের নির্দেশনা

পকেটমার, ছিনতাইকারী ও প্রতারক চক্র থেকে সজাগ থাকার আহ্বান

পশুবাহী নৌযানে হাটের নামসহ ব্যানার টানানো

সভায় উপস্থিত হাট ইজারাদারগণ গত বছরের মতো এবারও নৌ পুলিশের সহযোগিতা কামনা করেন এবং তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁরা বলেন, বিগত ঈদে নৌ পুলিশের কার্যক্রমের ফলে পশু পরিবহন অনেক সহজ ও নিরাপদ হয়েছিল।

ডিআইজি মিজানুর রহমান হাট ইজারাদারদের উদ্দেশ্যে বলেন, “যদি কেউ চাঁদাবাজি বা অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাহলে ৯৯৯ নম্বরে তাৎক্ষণিকভাবে জানাতে হবে। নৌ পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করবে।”

সভায় অংশগ্রহণ করেন নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস), পুলিশ সুপার (ক্রাইম, অপস্, এস্টেট ও ডেভেলপমেন্ট), ঢাকা ও নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপারবৃন্দ, হাট ইজারাদারবৃন্দ এবং দেশের বিভিন্ন অঞ্চলের পুলিশ কর্মকর্তারা।

সভা শেষে ডিআইজি উপস্থিত ইজারাদারদের ধন্যবাদ ও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।