শিক্ষকদের আন্দোলনে আহত চাঁদপুরের শিক্ষিকা মারা গেছেন
- আপডেট সময় : ১০:১৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / 3
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড দশম করাসহ তিন দফা দাবির আন্দোলনে পুলিশের সাউন্ড গ্রেনেডে আহত শিক্ষিকা ফাতেমা আক্তার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি চাঁদপুরের মতলব উত্তরের ৫ নম্বর ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন।
রোববার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরের আলোক হাসপাতালের আইসিউতে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শিক্ষকের স্বামী ডি. এম. সোলেমান।
মারা যাওয়া শিক্ষিকা চাঁদপুরের মতলব উত্তরের ঠাকুরচরের বাসিন্দা। তিনি মতলব উত্তরের ৫নং ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। এর আগে শিক্ষিকা ফাতেমা আক্তার শুরু থেকে শিক্ষকদের দশম গ্রেডের আন্দোলনে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
নিহত শিক্ষকের স্বামীর ডি. এম. সোলেমান জানান, ঢাকার সমাবেশে সাউন্ড গ্রেনেডে শিক্ষিকা ফাতেমা আক্তার আহত হলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৬ নভেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাদ মাগরিব নিজ গ্রেমে ঠাকুরচরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা অংশ নেন।
মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল জানান, এ বিষয় জানা নেই, তবে খোঁজখবর নিচ্ছি।

























