ঢাকা ১০:১২ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নিখোঁজের দুই মাস পর কিশোরের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৮:১২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / 7

নিখোঁজের দুই মাস পর জঙ্গল থেকে মিলন হোসেন (১৫) নামে এক কিশোরের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে সুমন মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আমিন মডেল টাউন হাউজিংয়ের ভেতরের জঙ্গল থেকে কঙ্কালটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

নিহত মিলন হোসেন নেত্রকোনা জেলার বারহাট্টা থানার পারুলিয়া নোয়াপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। তিনি সাভারের আশুলিয়ার পাড়াগাঁও এলাকায় ইউনুস আলীর মালিকানাধীন বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ জানায়, বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের মডেল টাউনের পাশে পড়ে থাকা গেঞ্জি ও প্যান্ট দেখে মিলনের মা জোছনা বেগম এগিয়ে যান। সেখানে গিয়ে তিনি একটি কঙ্কাল দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওহাব ঢাকা পোস্টকে বলেন, মিলনের মা কঙ্কালটি দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কাল উদ্ধার করে। নিখোঁজ মিলনের গেঞ্জি ও প্যান্ট দেখে তার মা মরদেহটি মিলনের বলে দাবি করেছেন। তবে আমরা কঙ্কালটি ডিএনএ পরীক্ষার জন্য পাঠিয়েছি। এছাড়া নিখোঁজের ঘটনায় মিলনের মা আশুলিয়া থানায় একটি মামলা করেছিলেন।

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঢাকা পোস্টকে বলেন, মিলন নিখোঁজের ঘটনায় তার মা থানায় একটি মামলা করেছিলেন। আর মিলন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আশুলিয়া থেকে সুমন মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, সোমবার (২৯ সেপ্টেম্বর) সাভারের আশুলিয়ার পাড়াগাঁও এলাকার শামীমের রিকশা গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হন মিলন হোসেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরের দিন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তার মা জোছনা বেগম আশুলিয়া থানায় একটি নিখোঁজ জিডি করেন। পরে মঙ্গলবার (১৮ নভেম্বর) জিডিটি মামলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিখোঁজের দুই মাস পর কিশোরের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৯:৫৮:১২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

নিখোঁজের দুই মাস পর জঙ্গল থেকে মিলন হোসেন (১৫) নামে এক কিশোরের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে সুমন মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আমিন মডেল টাউন হাউজিংয়ের ভেতরের জঙ্গল থেকে কঙ্কালটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

নিহত মিলন হোসেন নেত্রকোনা জেলার বারহাট্টা থানার পারুলিয়া নোয়াপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। তিনি সাভারের আশুলিয়ার পাড়াগাঁও এলাকায় ইউনুস আলীর মালিকানাধীন বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ জানায়, বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের মডেল টাউনের পাশে পড়ে থাকা গেঞ্জি ও প্যান্ট দেখে মিলনের মা জোছনা বেগম এগিয়ে যান। সেখানে গিয়ে তিনি একটি কঙ্কাল দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওহাব ঢাকা পোস্টকে বলেন, মিলনের মা কঙ্কালটি দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কাল উদ্ধার করে। নিখোঁজ মিলনের গেঞ্জি ও প্যান্ট দেখে তার মা মরদেহটি মিলনের বলে দাবি করেছেন। তবে আমরা কঙ্কালটি ডিএনএ পরীক্ষার জন্য পাঠিয়েছি। এছাড়া নিখোঁজের ঘটনায় মিলনের মা আশুলিয়া থানায় একটি মামলা করেছিলেন।

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঢাকা পোস্টকে বলেন, মিলন নিখোঁজের ঘটনায় তার মা থানায় একটি মামলা করেছিলেন। আর মিলন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আশুলিয়া থেকে সুমন মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, সোমবার (২৯ সেপ্টেম্বর) সাভারের আশুলিয়ার পাড়াগাঁও এলাকার শামীমের রিকশা গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হন মিলন হোসেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরের দিন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তার মা জোছনা বেগম আশুলিয়া থানায় একটি নিখোঁজ জিডি করেন। পরে মঙ্গলবার (১৮ নভেম্বর) জিডিটি মামলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।