গার্মেন্টসহ কর্মীদের প্রবেশের আগে করোনা পরীক্ষা করে নেওয়া দরকার :আইইডিসিআর

0

নিজস্ব প্রতিবেদক :  সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা বলেছেন, যেসব জায়গায়-অফিসে অনেক মানুষের সমাগম হয়, কাছাকাছি বসে, গার্মেন্টসহ সেসব অফিসে কর্মীদের প্রবেশের আগে পরীক্ষা করে নেওয়া দরকার। সেই সঙ্গে জেনে নেওয়া দরকার, কারো জ্বর, কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট আছে কিনা। কারো শ্বাসকষ্ট থাকলে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। সুস্থ না হওয়া পর্যন্ত তারা বাড়িতে থাকবেন।

মঙ্গলবার আইইডিসিআর পরিচালক এসব কথা বলেন।

তিনি বলেন, গতকাল পর্যন্ত করোনাভাইরাসে আটজন আক্রান্ত ছিলেন। সেই সংখ্যা এখন ১০ জন। নতুন করে দু’জন আক্রান্ত হয়েছেন বলেও জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.

Title