অবশেষে সেরামের টিকা পাচ্ছে বাংলাদেশ

অবশেষে কয়েকটি দেশে টিকা পাঠানোর অনুমতি পেয়েছে ভারতের ইনস্টিটিউট অব ইন্ডিয়া। এ তালিকায় জায়গা পেয়েছে বাংলাদেশ। এছাড়াও সেরামকে ইরান ও যুক্তরাজ্যে টিকা পাঠানোর অনুমতি দিয়েছে দেশটির ওষুধ প্রশাসন।

বৃহস্পতিবার সেরাম ইনস্টিটিউটের কর্মকর্তাদের বরাত বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, বাংলাদেশে দশ লাখ ডোজ টিকা পাঠানোর অনুমতি দেয়া হয়েছে। এছাড়াও যুক্তরাজ্যে তিন কোটি ডোজের সমপরিমাণ কোভিশিল্ড রপ্তানিরও অনুমতি পেয়েছে সেরাম।

গণমাধ্যমটি আরও জানিয়েছে, টিকা উৎপাদনকারী আরেক কোম্পানি ভারত বায়োটেককে ইরানে ১০ লাখ ডোজ কোভ্যাক্সিন রপ্তানির অনুমতি দেয়া হয়েছে।

বাংলাদেশের সঙ্গে ৩ কোটি ডোজ ‘কোভিশিল্ডের’ চুক্তি থাকলেও মার্চে ভারতে মহামারি চরম আকার ধারণ করলে সেদেশের সরকার এপ্রিলে টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়।

প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী কোম্পানি সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা উৎপাদন করে কোভিশিল্ড নামে বাজারজাত করছে।

Leave A Reply

Your email address will not be published.

Title