ইতালীর রোমে একুশে পালন, জুতা পরে শহীদ মিনারে  পুষ্পস্তবক  অর্পন

জাকির হোসেন সুমন  ,  ব্যুরো চিফ ইউরোপ   : বাংলাদেশের  ন্যায় পুরো ইউরোপ জুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক  মাতৃভাষা দিবস ।  প্রতি বছরের মতো এবারেও ইতালীর রাজধানীর  রোমে বাংলাদেশ দূতাবাস ভবন প্রাঙ্গনে  নির্মিত  শহীদ মিনারে  দিবসের প্রথম প্রহরে  পুষ্পস্তবক  অর্পন  করেন  রাষ্ট্রদূত  আব্দুস সোবহান সিকদার  সহ কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। এর পর পর্যায় ক্রমে  সাংবাদিক ,  রাজনৈতিক ,  সামাজিক ,  আঞ্চলিক  সমিতি সহ বিভিন্ন সংগঠন  পুষ্পস্তবক  অর্পন করেন ভাষা শহীদদের স্মরণে ।  সে সময় লক্ষ করা যায় রাষ্ট্রদূত  ,  সাংবাদিক ,  রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অনেকেই  জুতা পরে শহীদ মিনারে  পুষ্পস্তবক  অর্পন করেন ।  যা কিনা ভাষা শহীদদের সম্মান জানাতে গিয়ে অসম্মান করে আশা বলে অনেকেই জানান।  তবে কেউ কেউ বলেন শীতের কারনে জুতা পরেই পুষ্পস্তবক  অর্পন করা হয়েছে।  তবে অনেক প্রবাসী বাংলাদেশী  জানিয়েছেন ,  আন্তর্জাতিক  মাতৃভাষা দিবস টি আমরা নিজেরাই যথাযথ সম্মান  জানিয়ে পালন না করি তাহলে অন্য ভাষার মানুষেরা কিভাবে সম্মান জানানো শিখবে।  শীত বা গরম এখানে কোন বিষয়  না বিষয় টা নিজেদের  মনের ও অলসতার।

Leave A Reply

Your email address will not be published.

Title