কেরানীগঞ্জে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগের ১৭তম বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:১৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০ ১১ বার পড়া হয়েছে
প্রাইমটিভি বাংলাঃ
ঢাকার কেরানীগঞ্জে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২মে শুক্রবার পবিত্র জুমার নামাজ শেষে কালিন্দী ইউনিয়নের চড়াইল ভাগনা এলাকায় এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় দোয়া অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করা হয়।দেশে চলমান মহামারী করোনায় আক্রান্ত সকল ব্যক্তিদের জন্য দোয়া করা হয়।এছাড়া বিদ্যুৎ জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের পরিরাবের জন্য দোয়া করা হয়।কেরানীগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ দেশের কল্যানে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।সৎস্যজীবি লীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক শেখ আজগর লস্করের পরিবারের জন্যও দোয়া করা হয়। এসময় কেরানীগঞ্জ মডেল থানা মৎস্যজীবি লীগের সভাপতি আবু আলেম মোল্লা রানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালিন্দী ইউনিয়ন ৩নং ওয়ার্ডের মেম্বর মো.শাহীন চৌধুরী, মৎস্যজীবি লীগের সাংগঠনিক সম্পাদক ক্বারী মো.ইকবাল হোসেন,মডেল থানা সাংগঠনিক সম্পাদক মো.শোভন ইসলাম,থানা আহব্বায়ক হাজী আবুল হোসেন,হাজী রমজান আলীসহ অন্যরা।এসময় সভাপতি আবু আলেম রানা বলেন, বিশ্বব্যাপি মহামারী করোনা থেকে আল্লাহ আমাদের মুক্ত করেন।