কেরানীগঞ্জে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ও শিক্ষা উপকরণ বিতরন

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৫ম পর্যায় শীর্ষক প্রকল্প শিক্ষকদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

আজ ১৭ ফেব্রুয়ারী বুধবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলার ৩৩ টি মন্দিরের শিক্ষকদের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়েছে ।
উপজেলা পরিষদ আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক সরকারের অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস এসময় শিক্ষকদের হাতে শিক্ষা উপকরন তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মদন মোহন সরকার।  আরো উপস্থিত ছিলেন বিভিন্ন মন্দিরের শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালনাকারী শিক্ষক শিক্ষিকাগন।

Leave A Reply

Your email address will not be published.

Title