গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেচের ভাড়া আদায়ের প্রতিবাদ মানববন্ধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাঁঠালবাড়ী মৌজায় ডিবটিউবয়েলে সেন্ডিকেড করে অতিরিক্ত হারে কৃষকদের জিম্মি করে সেচের ভাড়া আদায়ের প্রতিবাদ ও কৃষকদের সেচ পাম্পের লাইসেন্স প্রদানের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে কাটাবাড়ী ইউনিয়নের কাঁঠালবাড়ীসহ ৩টি গ্রামের কৃষকদের আয়োজনে কামদিয়া-আস্কুর সড়কের ধারে এ মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান জোবায়ের হাসান গোলাপ,ইউপি সদস্য আমিরুল ইসলাম, কাঁঠালবাড়ী কৃষি সিআইজি সমবায় সমিতির সভাপতি নিবারন চন্দ্র, কৃষক জোবায়ের হাসান ঠান্ডা,সহকারী শিক্ষক জহুরুল ইসলাম অন্যরা।
বক্তরা বলেন, এই জিম্মিদশা থেকে মুক্তি পেতে নলকুপের লাইসেন্স প্রদান সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
তারা আরো বলেন, সেচ পাম্পটি চালু না হলে এলাকার প্রায় ৭ শ” কৃষকের প্রায় সাড়ে ৩ শ একর জমির বোরো ধানের চাষ আবাদ অনিশ্চয়তার মধ্যে পরবে।

মাহমুদ খান
গাইবান্ধা প্রতিনিধি

 

Leave A Reply

Your email address will not be published.

Title