জয়পুরহাটে বিদেশী পিস্তল ওয়ান শুটারগান ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুইটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ শীর্ষ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা এর নেতৃত্বে ২০ অক্টোবর রাত ০১:৩০ ঘটিকার সময় জেলার পাঁচবিবি থানাধীন রতনপুর উত্তরপাড়া এলাকায়

বিশেষ অভিযান পরিচালনা করে অত্র এলাকার  মনছের আলীর ছেলে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী আব্দুর রশিদ (৩২) এর শয়নকক্ষ তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ২টি ম্যাগজিন ও ৫ রাউন্ড তাজা গুলিসহ তাকে হাতেনাতে গ্রেফতার করেছে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এম এম মোহাইমেনুর রশিদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ পার্শবর্তী দেশ হতে অবৈধ আগ্নেয়াস্ত্র চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে দুষ্কৃতিকারীদের নিকট বিক্রি করে আসছিল এবং পাঁচবিবি সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ব্যবসায়ী ও চোরাচালান সিন্ডিকেটের একজন্য সক্রিয় সদস্য এবং সে দীর্ঘদিন যাবৎ সীমান্ত এলাকা দিয়ে ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালান সামগ্রী চোরাচালানের সাথে জড়িত।

পরবর্তীতে তার বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

Title