টাঙ্গাইলে বংশাই নদীতে নিখোঁজ দ্বিতীয় কলেজ ছাত্রের লাশ উদ্ধার

- আপডেট সময় : ০৯:৪০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০ ১১ বার পড়া হয়েছে
মামুন সরকার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে বংশাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ আরেক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৮ জুন) দুপুরের দিকে উপজেলার আঙ্গারখোলা এলাকায় ব্রিজ সংলগ্ন বংশাই নদী থেকে ফরমান হোসেন ফারুক নামের ওই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ছনখোলা গ্রামের রহমান আলী খানের ছেলে ও সন্ধানপুর স্কুল এন্ড কলেজের ছাত্র।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, কয়েকজন বন্ধু মিলে রোববার দুপুরে ফুটবল খেলা শেষ করে বংশাই নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে আব্দুল্লাহ আল নোমান ও ফরমান হোসেন পানিতে ডুবে যায়।
পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ওইদিন ডুবুরি দল গিয়ে বিকেলে আব্দুল্লাহ আল নোমানের মরদেহ উদ্ধার করে। সোমবার দুপুরে ফরমান হোসেন ফারুকের মরদেহ নদীতে ভেসে উঠলে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।