টাঙ্গাইলে সামাজিক দূরত্ব বজার রাখতে হাট-বাজারে র‌্যাবের ব্যতিক্রমী ব্যবস্থা

টাঙ্গাইল প্রতিনিধি: করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সামাজিক দুরত্ব বজায় রাখতে টাঙ্গাইল র‌্যাবের ব্যতিক্রমী বাজার ব্যবস্থাপনা শুরু করেছে।

শনিবার (১১ এপ্রিল) সকাল থেকে টাঙ্গাইল শহরের বটতলা বাজারে টাঙ্গাইল র‌্যাব- ১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত এর উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

র‌্যাবের কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত বলেন, সারাদেশে করোনাভাইরাস সংক্রমন এড়াতে এবং বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকটি বাজারে জনসমাগম কমাতে ও সামাজিক দুরত্ব বজায় রাখতে আমরা র‌্যাব-১২ এর পক্ষ থেকে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছি। এখানে বাজার করতে আসা সকলকে জীবানুনাশক স্প্রে দিয়ে নিদিষ্ট লাইনে বাজার করতে হবে। বাজার শেষে দুটি বের হওয়ার রাস্তা রয়েছে। সেখানেও জীবানুনাশক স্প্রে দিয়ে বের হতে হবে। আমরা চাই সবাই লাইন মেনে চলবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে।

Leave A Reply

Your email address will not be published.

Title