বসতঘর থেকে এক মাদ্রাসা শিক্ষকের হাত-পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
- আপডেট সময় :
০৬:৫৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
৯
বার পড়া হয়েছে
ঝিনাইদহে সদর উপজেলায় বসতঘর থেকে এক মাদ্রাসা শিক্ষকের হাত-পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার সকাল ৭টার দিকে উপজেলার বাজার গোপালপুরের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইসমাইল হোসেন সুজন (৩২) সদর উপজেলার বড়বাড়ি নুরানী মাদ্রাসার প্রধান শিক্ষক। তিনি উপজেলার হলিধানী গ্রামের খায়ের মিয়ার ছেলে।
গোপালপুর পুলিশ ফাঁড়ির আইসিএসআই মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে ঘরের ভেতর হাত-পা বাঁধা অবস্থায় ওই মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহতের ঘরের দরজা খোলা ছিল। বাসায় আর কেউ ছিল না।
নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
তবে ধারণা করা হচ্ছে, হত্যার পর ওই শিক্ষকের মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
You cannot print contents of this website.