ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনসিপির উদ্দেশ্যে আবুল কাউছার আশা “রাজনীতিতে শিষ্টাচার থাকাটা জরুরী” আদর্শে আঘাত সহ্য করবে না বিএনপির নেতাকর্মী ৫৪ কোটির সংস্কার, সেই নারায়ণগঞ্জ বন্দর সড়কই মৃত্যুফাঁদ! হলফনামায় মিথ্যা তথ্য: শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না ইসি ঢাকার বাজারে সবজির দাম চড়া, কাঁচা মরিচ ৩২০ টাকা কেজি মুন্সীগঞ্জে এনসিপির পথসভায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান ইন্টারনেট বন্ধ : তদন্তে মিলেছে রাষ্ট্রীয় পরিকল্পনার প্রমাণ গোপালগঞ্জ সদর উপজেলায় সংঘর্ষে রিকশাচালক রমজান মুন্সীর মৃত্যু গাজায় ইসরায়েলের হামলায় নিহত ৫৮ হাজার ৬৭৭ ফিলিস্তিনি নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ, গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদ

মিয়ানমারে ফিরে যাচ্ছেন পালিয়ে আসা ৩৪ সেনা-বিজিপি সদস্য

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:২২:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি : মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৩৪ জন সদস্যকে ফেরত পাঠানো হচ্ছে।

বুধবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে কঠোর নিরাপত্তার মধ্যে তাদের আনা হয়। তাদের মিয়ানমার থেকে আসা একটি উড়োজাহাজে ফেরত পাঠানো হবে। কক্সবাজার বিমানবন্দরে হস্তান্তর প্রক্রিয়া চলছে।

বিজিবি ও প্রশাসন জানিয়েছে, বেলা ১১টার দিকে মিয়ানমারের বিজিপি ও সেনা সদস্যদের বাসে করে কক্সবাজার বিমানবন্দরে নিয়ে আসা হয়। সেখানে ইমিগ্রেশনসহ অন্যান্য কাজ শুরু হয়েছে।

কক্সবাজার বিমানবন্দরের পরিচালক মো. গোলাম মোর্তজা হোসেন বলেন, মিয়ানমারের একটি উড়োজাহাজ কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেছে। এটির মাধ্যমে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ৩৪ বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠানো হচ্ছে।

এর আগে গত বছরের ৯ জুন কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছটা বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে ১৩৪ বিজিপি ও সেনাসদস্যকে মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজে করে ফেরত পাঠানো হয়। গত বছরের ২৫ এপ্রিল সমুদ্র পথে ফেরত পাঠানো হয় ২৮৮ জনকে। ১৫ ফেব্রুয়ারি প্রথম দফায় ফেরত পাঠানো হয় ৩৩০ জন বিজিপি ও সেনাসদস্যকে। তিন দফায় ফেরত পাঠানো ৭৫২ জনের সবাই রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে নিয়োজিত ছিলেন। রাখাইন রাজ্যের প্রায় ৮০ শতাংশের নিয়ন্ত্রণ এখন সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) হাতে।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

মিয়ানমারে ফিরে যাচ্ছেন পালিয়ে আসা ৩৪ সেনা-বিজিপি সদস্য

আপডেট সময় : ০১:২২:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

জেলা প্রতিনিধি : মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৩৪ জন সদস্যকে ফেরত পাঠানো হচ্ছে।

বুধবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে কঠোর নিরাপত্তার মধ্যে তাদের আনা হয়। তাদের মিয়ানমার থেকে আসা একটি উড়োজাহাজে ফেরত পাঠানো হবে। কক্সবাজার বিমানবন্দরে হস্তান্তর প্রক্রিয়া চলছে।

বিজিবি ও প্রশাসন জানিয়েছে, বেলা ১১টার দিকে মিয়ানমারের বিজিপি ও সেনা সদস্যদের বাসে করে কক্সবাজার বিমানবন্দরে নিয়ে আসা হয়। সেখানে ইমিগ্রেশনসহ অন্যান্য কাজ শুরু হয়েছে।

কক্সবাজার বিমানবন্দরের পরিচালক মো. গোলাম মোর্তজা হোসেন বলেন, মিয়ানমারের একটি উড়োজাহাজ কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেছে। এটির মাধ্যমে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ৩৪ বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠানো হচ্ছে।

এর আগে গত বছরের ৯ জুন কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছটা বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে ১৩৪ বিজিপি ও সেনাসদস্যকে মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজে করে ফেরত পাঠানো হয়। গত বছরের ২৫ এপ্রিল সমুদ্র পথে ফেরত পাঠানো হয় ২৮৮ জনকে। ১৫ ফেব্রুয়ারি প্রথম দফায় ফেরত পাঠানো হয় ৩৩০ জন বিজিপি ও সেনাসদস্যকে। তিন দফায় ফেরত পাঠানো ৭৫২ জনের সবাই রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে নিয়োজিত ছিলেন। রাখাইন রাজ্যের প্রায় ৮০ শতাংশের নিয়ন্ত্রণ এখন সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) হাতে।