ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজ ৭ জেলায় নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত জারি25 ড. ইউনূসকে ট্রাম্পের চিঠি বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ25 সদরপুরে উন্মুক্ত লটারিতে ওএমএস ও খাদ্যবান্ধব ডিলার নির্বাচিত গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৮১ ফিলিস্তিনি নিহত: অবরুদ্ধ মানুষের আহাজারি যুক্তরাষ্ট্রের ভিসা যাচাই প্রক্রিয়া শেষ হয় না, জানাল মার্কিন দূতাবাস SSC রেজাল্ট ২০২৫: ১০ জুলাই সম্ভাব্য ফল প্রকাশের তারিখ ঢাকা নারায়ণগঞ্জ গ্যাস বন্ধ থাকবে সোমবার, জানিয়েছে তিতাস গ্যাস গাজায় ইসরায়েলি হামলায় ৮১ ফিলিস্তিনি নিহত: গণহত্যার ধারাবাহিকতা চলছে ডেঙ্গু আপডেট বাংলাদেশ: একদিনে ৩১৭ জন আক্রান্ত, নেই নতুন মৃত্যু যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক: বাণিজ্য ও ভূরাজনীতি, গণতন্ত্র নয়

যমুনায় বাড়ছে পানি, তলিয়ে যাচ্ছে চরাঞ্চল ও ফসলি জমি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ২১ বার পড়া হয়েছে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা ভারী বৃষ্টিপাতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি গত চার দিন ধরে লাগাতার বাড়ছে। এতে জেলার তীরবর্তী বিভিন্ন এলাকায় প্লাবনের পরিস্থিতি তৈরি হয়েছে। সিরাজগঞ্জের কাজীপুর মেঘাই ঘাট পয়েন্টে এ সময়ে যমুনার পানি ৩৬ সেন্টিমিটার এবং শহর রক্ষা হার্ড পয়েন্টে ৩৫ সেন্টিমিটার বেড়েছে।

ফলে জেলা সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চলের অনেক গ্রামের ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। ইতোমধ্যে নিম্নাঞ্চলের বিস্তীর্ণ অংশে ফসল ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

গতকাল সোমবার (২৩ জুন) সকাল ৬টায় শহর রক্ষা হার্ড পয়েন্টে যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১৯ মিটার, যা বিপৎসীমার ২৭১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত চার দিনে এই পয়েন্টে পানি বেড়েছে মোট ৩৫ সেন্টিমিটার। রোববার বৃদ্ধি ছিল ১৪ সেন্টিমিটার, শনিবার ৮ সেন্টিমিটার এবং শুক্রবার ৩ সেন্টিমিটার।

একইভাবে কাজীপুর মেঘাইঘাট পয়েন্টে গতকাল যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৯২ মিটার, যা বিপৎসীমার ২৮৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখানে গত চার দিনে পানি বেড়েছে মোট ৩৬ সেন্টিমিটার।

বাঘাবাড়ী নদীবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানিয়েছেন, আজকে বুধবার পর্যন্তও যমুনার পানি বাড়তে পারে। উজানে বৃষ্টিপাত বেড়েছে এবং মেঘের অবস্থান দেশের উত্তরের দিকে রয়েছে, ফলে পানি বাড়ার প্রবণতা অব্যাহত থাকবে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসেন বলেন, যমুনার পানি এখনো বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই বন্যার শঙ্কা নেই। তবে আগাম প্রস্তুতির অংশ হিসেবে নদীভাঙন রোধ এবং বন্যা মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যমুনায় বাড়ছে পানি, তলিয়ে যাচ্ছে চরাঞ্চল ও ফসলি জমি

আপডেট সময় : ০১:১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা ভারী বৃষ্টিপাতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি গত চার দিন ধরে লাগাতার বাড়ছে। এতে জেলার তীরবর্তী বিভিন্ন এলাকায় প্লাবনের পরিস্থিতি তৈরি হয়েছে। সিরাজগঞ্জের কাজীপুর মেঘাই ঘাট পয়েন্টে এ সময়ে যমুনার পানি ৩৬ সেন্টিমিটার এবং শহর রক্ষা হার্ড পয়েন্টে ৩৫ সেন্টিমিটার বেড়েছে।

ফলে জেলা সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চলের অনেক গ্রামের ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। ইতোমধ্যে নিম্নাঞ্চলের বিস্তীর্ণ অংশে ফসল ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

গতকাল সোমবার (২৩ জুন) সকাল ৬টায় শহর রক্ষা হার্ড পয়েন্টে যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১৯ মিটার, যা বিপৎসীমার ২৭১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত চার দিনে এই পয়েন্টে পানি বেড়েছে মোট ৩৫ সেন্টিমিটার। রোববার বৃদ্ধি ছিল ১৪ সেন্টিমিটার, শনিবার ৮ সেন্টিমিটার এবং শুক্রবার ৩ সেন্টিমিটার।

একইভাবে কাজীপুর মেঘাইঘাট পয়েন্টে গতকাল যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৯২ মিটার, যা বিপৎসীমার ২৮৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখানে গত চার দিনে পানি বেড়েছে মোট ৩৬ সেন্টিমিটার।

বাঘাবাড়ী নদীবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানিয়েছেন, আজকে বুধবার পর্যন্তও যমুনার পানি বাড়তে পারে। উজানে বৃষ্টিপাত বেড়েছে এবং মেঘের অবস্থান দেশের উত্তরের দিকে রয়েছে, ফলে পানি বাড়ার প্রবণতা অব্যাহত থাকবে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসেন বলেন, যমুনার পানি এখনো বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই বন্যার শঙ্কা নেই। তবে আগাম প্রস্তুতির অংশ হিসেবে নদীভাঙন রোধ এবং বন্যা মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।