সংবাদ শিরোনাম ::
যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায় না থাকলে দেশ এগিয়ে যাবে না: চুমকি এমপি

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০২:৩৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০ ৮ বার পড়া হয়েছে
তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর ) প্রতিনিধি: যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায় না থাকলে দেশ এগিয়ে যাবে না। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা একজন যোগ্য নেত্রী হিসেবে দেশের যোগ্য স্থানে রয়েছেন। তাই তো শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা একজন যোগ্য রাজনীতিবিদ ও মানবতার নেত্রী হিসেবে বিশ্বের ৪ জন নেতার মধ্যে একজন হয়েছেন। তাঁর চিন্তা-চেতনা ও কাজকর্ম শুধু দেশের মানুষের কল্যাণে এবং দেশের উন্নয়নের জন্য।
বুধবার দুপুরে শহীদ ময়েজউদ্দিনের ৩৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ উপজেলার জামালপুর ডিগ্রী কলেজ মাঠে জামালপুর ইউনিয়ন যুবলীগের আয়োজনে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় আ’লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি এসব কথা বলেন।
জামালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. নাজমুল হোসেন শেখের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জোনায়েত খন্দকারের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালপুর ডিগ্রী কলেজের গভনিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার মো. মাসুদুর রহমান, তাঁতীলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, জামালপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মাহাবুবুর রহমান ফারুক মাষ্টার, সাধারন সম্পাদক মোশারফ হোসেন মোড়ল, উপজেলা যুবলীগের সভাপতি এসএম আলমগীর হোসেন, সাধারন সম্পাদক কাজী হারুন-অর-রশিদ টিপু প্রমুখ।