ঢাকা ১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হুমায়ূন–আনোয়ার প্যানেলের জয়ের প্রত্যয়ে জাতীয়তাবাদী আইনজীবীদের প্রচারণা রোহিঙ্গা বিষয়ে সম্মেলনে অংশ নিতে কক্সবাজার যাবেন প্রধান উপদেষ্টা পাকিস্তানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি অনুমোদন যদি উদ্দেশ্য হয় সস্তা নেগেটিভ মার্কেটিং তবে বলার কিছু নেই : পারশা ভয়াবহ বন্যার এক বছর, এখনো দুঃস্বপ্ন দেখেন ফেনীর জনপদের মানুষ সরকারি সফরে চীন গেলেন সেনাবাহিনী প্রধান চট্টগ্রাম বন্দরে দুই কনটেইনার গায়েব তিস্তা নদীর মওলানা ভাসানী সেতু উদ্বোধন করবেন আসিফ মাহমুদ এএসআইয়ের বিরুদ্ধে ভয়ভীতি র‌্যাবের, টাকা আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগ ফেব্রুয়ারিতেই নির্বাচন1 এরপর আমরা বিদায় নেব : আসিফ নজরুল

এবার সরকারি সুবিধা ছেড়ে ভোটের মাঠে জি এম কাদের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ ৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সরকারি সুবিধা ছেড়ে আকাশপথের পরিবর্তে নিজস্ব ব্যবস্থাপনায় সড়কপথে নির্বাচনী প্রচারে রংপুর গিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান (জাপা) জি এম কাদের।

শুক্রবার সকাল ১০টার দিকে রাজধানীর উত্তরার বাসভবন থেকে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করেন জাপা চেয়ারম্যান।

বিরোধী দলীয় উপনেতা হিসেবে জি এম কাদের ‘সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি’। নির্বাচন আচরণ বিধিমালার ১৪ ধারায় বলা হয়েছে, ‘নির্বাচনী প্রচারে সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিরা সরকারি কর্মসূচির সঙ্গে নির্বাচনী কর্মসূচি বা কর্মকাণ্ড যোগ করতে পারবেন না।’

অথচ গত বৃহস্পতিবার উপনেতার কার্যালয়ের চিঠিতে জি এম কাদেরের রংপুর যাত্রাকে সরকারি সফর বলা হয়। তার ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরা সফরসঙ্গী হবেন জানিয়ে সংশ্লিষ্ঠ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বেতন-ভাতা ও সরকারি সুযোগ-সুবিধা ভোগ করেন জি এম কাদের। তার সফরের খরচ বহন করে সরকার।

জি এম কাদের আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনের প্রার্থী। উপনেতার সহকারী একান্ত সচিব (এপিএস) আবু তৈয়ব স্বাক্ষরিত বৃহস্পতিবারের চিঠিতে বলা হয়েছিল, জি এম কাদের শনিবার আকাশপথে নীলফামারীর সৈয়দপুর হয়ে রংপুর যাবেন। একইভাবে সোমবার ঢাকায় ফিরবেন।

আচরণ বিধিমালা অনুযায়ী, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ উপনেতা, বিরোধীদলীয় নেতা ও উপনেতা, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী এবং তাদের সমমর্যাদার কোনো ব্যক্তি, এমপি এবং সিটি করপোরেশনের মেয়ররা সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি। ১৪(১) উপধারা অনুযায়ী, তারা ভোটের প্রচারে সরকারি যানবাহন, প্রচারযন্ত্র এবং অন্য কোনো রকম সরকারি সুবিধা ভোগ করতে পারবেন না। সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা কর্মচারীরা ব্যবহার করতে পারবেন না।

রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির সমকালকে জানিয়েছেন, শনিবারের পরিবর্তে আজ রাতে সড়কপথে রংপুরে এসেছেন জি এম কাদের। শনিবার ও রোববার নির্বাচনী প্রচারে অংশ নেবেন। পরে তিনি পথসভা ও গণসংযোগ করবেন।

ভোটের প্রচারে জি এম কাদেরের রংপুর যাত্রা সরকারি সফর হিসেবে গণ্য হলে বিমান ভাড়াসহ সব খরচ সরকারের কোষাগার থেকে মেটানো হতো।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এবার সরকারি সুবিধা ছেড়ে ভোটের মাঠে জি এম কাদের

আপডেট সময় : ১১:৩৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক: সরকারি সুবিধা ছেড়ে আকাশপথের পরিবর্তে নিজস্ব ব্যবস্থাপনায় সড়কপথে নির্বাচনী প্রচারে রংপুর গিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান (জাপা) জি এম কাদের।

শুক্রবার সকাল ১০টার দিকে রাজধানীর উত্তরার বাসভবন থেকে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করেন জাপা চেয়ারম্যান।

বিরোধী দলীয় উপনেতা হিসেবে জি এম কাদের ‘সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি’। নির্বাচন আচরণ বিধিমালার ১৪ ধারায় বলা হয়েছে, ‘নির্বাচনী প্রচারে সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিরা সরকারি কর্মসূচির সঙ্গে নির্বাচনী কর্মসূচি বা কর্মকাণ্ড যোগ করতে পারবেন না।’

অথচ গত বৃহস্পতিবার উপনেতার কার্যালয়ের চিঠিতে জি এম কাদেরের রংপুর যাত্রাকে সরকারি সফর বলা হয়। তার ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরা সফরসঙ্গী হবেন জানিয়ে সংশ্লিষ্ঠ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বেতন-ভাতা ও সরকারি সুযোগ-সুবিধা ভোগ করেন জি এম কাদের। তার সফরের খরচ বহন করে সরকার।

জি এম কাদের আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনের প্রার্থী। উপনেতার সহকারী একান্ত সচিব (এপিএস) আবু তৈয়ব স্বাক্ষরিত বৃহস্পতিবারের চিঠিতে বলা হয়েছিল, জি এম কাদের শনিবার আকাশপথে নীলফামারীর সৈয়দপুর হয়ে রংপুর যাবেন। একইভাবে সোমবার ঢাকায় ফিরবেন।

আচরণ বিধিমালা অনুযায়ী, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ উপনেতা, বিরোধীদলীয় নেতা ও উপনেতা, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী এবং তাদের সমমর্যাদার কোনো ব্যক্তি, এমপি এবং সিটি করপোরেশনের মেয়ররা সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি। ১৪(১) উপধারা অনুযায়ী, তারা ভোটের প্রচারে সরকারি যানবাহন, প্রচারযন্ত্র এবং অন্য কোনো রকম সরকারি সুবিধা ভোগ করতে পারবেন না। সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা কর্মচারীরা ব্যবহার করতে পারবেন না।

রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির সমকালকে জানিয়েছেন, শনিবারের পরিবর্তে আজ রাতে সড়কপথে রংপুরে এসেছেন জি এম কাদের। শনিবার ও রোববার নির্বাচনী প্রচারে অংশ নেবেন। পরে তিনি পথসভা ও গণসংযোগ করবেন।

ভোটের প্রচারে জি এম কাদেরের রংপুর যাত্রা সরকারি সফর হিসেবে গণ্য হলে বিমান ভাড়াসহ সব খরচ সরকারের কোষাগার থেকে মেটানো হতো।