করোনার মধ্যেও ঝিনাইদহে র‌্যাব-৬’র সফল অভিযানে ফেনসিডিল সহ আটক ২

ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী এলাকায় অভিযান চালিয়ে রোববার ঝিনাইদহ র‌্যাব-৬ বিপুল পরিমাণ ফেনসিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সুন্নাহ গ্রামের শমসের মাতুব্বরের ছেলে আব্দুস সবুর ও একই গ্রামের মোক্তার মোল্লার ছেলে জিন্নাত মোল্লাহ।

তাদের কাছ থেকে ৫১৫ বোতল ফেনসিডিল ছাড়াও ০১টি গাড়ী (নসিমন), ০৫ বস্তা গম, ০২ টি মোবাইল সেট, ০২ টি সীম কার্ড এবং নগদ ১,০৫০/- টাকা উদ্ধার করা হয়। ঝিনাইদহ র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিত্বে সিপিসি-২, র‌্যাব-৬ এর আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ বজলুর রশীদের নতৃত্বে¡ ঝিনাইদহ সদর উপজেলার সরকারী ভেটেরীনারি কলেজ এলাকায় অভিযান চালানো হয়। রোববার সকালে মাদক ব্যবসায়ী সবুর ও জিন্নাত মোল্লা একটি নসিমন গাড়িতে ফেনসিডিল পাচার করছিলো। র‌্যাব তাদের আটক করে ঝিনাইদহ সদর থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

Title