কাপাসিয়ায় ডিজিটাল পেমেন্ট সিস্টেম ডাটা এন্ট্রি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি :গাজীপুরের কাপাসিয়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন অধিদফতরের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওয়াতাধীন বয়স্ক, বিধবা ও স্বামী মিগৃহিত এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতা সমৃহ জি২পি পদ্ধতিতে প্রদানের লক্ষ্যে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ডিজিটাল পেমেন্ট সিস্টেম (জি২পি ও এম আই এস) ডাটা এন্ট্রি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২০ আগস্ট সকালে উপজেলা পরিষদের সভা এ কর্মশালা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড,মোঃ আমানত হোসেন খান।

বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা সমাজ সেবা উপপরিচালক এস,এম আনোয়ারুল করিম, সহকারী পরিচারক এ টি এম তৌহিদুজ্জামান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোসাঃ নিলুফা বেগম, সমাজসেবা অফিসার রেজি আমিনা খাতুন কনা, হালিমা বেগম,মাহবুবুল আলম, মোঃ ইসমাইল হোসেন সহ ইউনিয়নে পরিষদের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

Title