কোভ্যাক্সের আওতায় টিকার বড় চালান পাচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, কোভ্যাক্সের আওতায় টিকার বড় একটি চালান পাচ্ছে বাংলাদেশ। বুধবার ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দেশে যে পরিমাণ টিকা এসেছে এবং আরও যা আসার অপেক্ষায় রয়েছে সব মিলিয়ে ২৪ কোটি টিকা লাইনে রয়েছে। আপাতত আমরা এটাতেই খুশি।

টিকা স্থানীয়ভাবে উৎপাদন করা হবে জানিয়ে মোমেন বলেন, আমাদের ২৬ কোটি টিকা দরকার, ২৪ কোটি পাচ্ছি। এটা আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে আসবে। যেহেতু আমরা টিকা লোকালি প্রডিউস করব আপাতত আমরা ২৪ কোটিতেই খুশি।

মন্ত্রী প্রত্যাশা করেন এই টিকা আসলেই দেশের অধিকাংশ নাগরিককে টিকার আওতায় আনা সম্ভব হবে।

Leave A Reply

Your email address will not be published.

Title