খালেদা জিয়াকে মুক্ত করতে না পারলে, নারীর অধিকারও প্রতিষ্ঠা হবে না: মির্জা ফখরুল

0

প্রাইম টিভি বাংলাঃ খালেদা জিয়াকে মুক্ত করতে না পারলে গণতন্ত্রও মুক্তি পাবে না, নারীর অধিকারও প্রতিষ্ঠা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে যখন আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে— তখন দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, যিনি এ দেশের মহিলাদের জন্য নানামুখী উন্নয়নমূলক কাজ করেছেন, নারীর ক্ষমতায়নের জন্য কাজ করেছেন, সেই খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে।’

রবিবার (৮ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা দল আয়োজিত র‌্যালির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘সন্ত্রাসমুক্ত নিরাপদ সমাজ গড়ে তোলার জন্য নারীদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে। আমরা দেখেছি, দেশের মহিলারা অত্যন্ত নিষ্ঠাবান। পরিবারগুলোকে তারাই ধরে রাখেন। তারাই পরিবারের জন্য কাজ করে যান নিরলসভাবে।’

বিএনপির মির্জা ফখরুল বলেন, ‘আজকের নারী দিবসে আপনাদেরকে শপথ নিতে হবে, আন্তর্জাতিক নারী দিবসে শুধু আপনাদের অধিকার আদায়ের জন্য নয়, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যও লড়াই-সংগ্রাম করতে হবে।’

র‌্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটেঙ্গল মোড় ঘুরে আবারও বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

খালেদা জিয়াকে মুক্ত করতে হবে বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘তিনি নারীদের জন্য বহু কাজ করেছেন। নারীশিক্ষার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য কাজটি তিনি করেছেন। সেটি হলো নারীদের জন্য অবৈতনিক শিক্ষাব্যবস্থা প্রবর্তন।’

Leave A Reply

Your email address will not be published.

Title