জোর করে হাটে গরু নামাচ্ছেন ইজারাদারেরা, ৯৯৯-এ ১১১টি কল

নিজস্ব প্রতিবেদক: পশুর হাট ও ব্যাপারীদের কাছ থেকে গত ছয় দিনে ২৮২টি ফোন এসেছে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ। এর মধ্যে ১১১টি ফোনই ছিল ব্যাপারীদের পছন্দের হাটে যেতে বাধা দেওয়ার অভিযোগের। ৯৯৯-এ ব্যাপারীরা অভিযোগ করেন ইজারাদারেরা তাঁদের নিজ নিজ হাটে ট্রাক থেকে গরু নামাতে বাধ্য করেছেন। পরবর্তীতে পুলিশ গিয়ে ব্যাপারীদের সহযোগিতা করেছে।

মঙ্গলবার বিকেলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতিবছরের মতো এবারও নাগরিকদের জরুরি সেবা দেওয়া হয়েছে। ২০ জুন থেকে ২৬ জুন পর্যন্ত সারা দেশ থেকে পশুর হাট ও পশুসংক্রান্ত ২৮২টি কল এসেছে। এর মধ্যে রয়েছে জোরপূর্বক পশুর গাড়ি হাটে নিয়ে যাওয়ার ১১১টি কল, হাটে চাঁদাবাজি ৬৬টি, সড়কে চাঁদাবাজি ২৬টি, অজ্ঞান পার্টির ১১টি, নৌপথে পশুর যানে চাঁদাবাজির ৮টি, জাল টাকার ৪টি এবং অন্যান্য ইস্যুতে আরও ৫৬টি কল এসেছে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ।

আনোয়ার সাত্তার বলেন, প্রতিটি ঘটনা পুলিশ ব্যবসায়ী ও পশুর মালিকের চাহিদা অনুযায়ী সমাধান করে দেওয়া হয়েছে। সবগুলো ঘটনায় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

Title