সংবাদ শিরোনাম ::
ডিএমপি’র নতুন কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৮:৪৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০১৯ ১৯ বার পড়া হয়েছে
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন সিআইডির প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বর্তমান কমিশনার আছাদুজ্জামান মিয়ার স্থলাভিষিক্ত হবেন। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়েছে। এর আগে শফিকুল ইসলাম বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/W5W9DsQtmpY” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>