নারায়নগ‌ঞ্জে করোনা রোধে তৎপর সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস সতর্কতায় নারায়ণগ‌ঞ্জে সদর উপজেলা,ফতুল্লা, সি‌দ্ধিরগঞ্জ, রূপগঞ্জ ও সোনরগাঁও ও বন্দর উপজেলায় সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। সেনাবাহিনীর টহল টিম নারায়নগ‌ঞ্জের বিভিন্ন উপজেলার এলাকায় মাইকিং করে করোনা সম্পর্কে সচেতন করার পাশাপা‌শি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যাওয়া নি‌শ্চি‌তে ক‌ঠোর ব্যবস্থা গ্রহন ক‌রে‌ছে। কাঁচামাল, মুদিখানাসহ নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া সব দোকান খোল‌তে দি‌চ্ছে না ।

বৃহস্প‌তিবার (২ এ‌প্রিল) দুপুরে সদর উপজেলায় সেনা সদস্যরা টহল দিয়েছেন।

সেনা কর্মকর্তা ক্যাপ্টেন কানিজ ফাতেম জানান, আপনারা জা‌নেন মা‌র্চের ২৪ তা‌রিখ থে‌কে সেনাবা‌হিনী মা‌ঠে কাজ কর‌ছে। আমা‌দের প্রধান দ্বা‌য়িত্ব হ‌চ্ছে জনসমাগম রো‌ধে কাজ করা সেই ল‌ক্ষে আমরা কাজ ক‌রে য‌া‌চ্ছি। গতকাল জনসমাগম নিয়ন্ত্র‌নে আমা‌দের শক্ত নি‌র্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে। সেই নি‌র্দেশনা অনুযায়ী, যে সমস্ত প‌রিবহন চলাচল কর‌ছে তা‌দের য‌দি মাস্ক না থা‌কে তা‌দের বিরু‌দ্ধে ব্যবস্থা গ্রহন কর‌ছি। পাশাপা‌শি ক‌য়েকজন এক‌ত্রিত হ‌লেই তা‌দের ছত্রভঙ্গ ক‌রে দ্য়ো হ‌চ্ছে এবং বাসা অবস্থা‌নের নি‌র্দেশ দি‌চ্ছি। নিত্যপ‌ন্যের বাজারগু‌লো‌তে জনসমাগম রো‌ধে ম‌নিট‌রিং কার্যক্রম অব্যাহত র‌য়ে‌ছে।

Leave A Reply

Your email address will not be published.

Title