এক মাসের বেতন আর বৈশাখী উৎসব ভাতা দিয়ে অসহাদের পাশে দাড়ালেন ইউএনও মমতজা বেগম

নিজস্ব প্রতিবেদক : এক মাসের বেতন আর বৈশাখী উৎসব ভাতা দিয়ে করোনাভাইরাসের ভয়াল থাবায় নাকাল দেশের দুস্থ, অসহায়, দিনমজুর এবং খেটে খাওয়া মানুষদের দাড়িয়েছেন রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতজা বেগম।

জানা গেছে, মঙ্গলবার করোনা পরিস্থিতিতে অসহায়দের সহযোগিতার জন্য জেলা প্রশাসক বরাবরে এক মাসের বেতন আর বৈশাখী উৎসব ভাতা পাঠান এই কর্মকর্তা।

এ বিষয়ে তিনি বলেন, অনুদানের পরিমাণটা খুব বেশি নয়। সাধ্যমত দেশের দু:সময় দেশের দুস্থ , অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আমার অনুরোধ থাকবে, এই পরিস্থিতিতে যার যতটুকু সমর্থ আছে তারা যেন অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়ায়। সরকারের পাশাপাশি আমাদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানো কর্তব্য বলেই মনে করি।

তিনি আরো বলেন,পর্যায়ক্রমে সরকারের দেওয়া খাদ্য সামগ্রী উপজেলার দুস্থ্য ও দরিদ্রদের ঘরে পৌছে দেওয়া হচ্ছে। সবাই সবার ঘরে অবস্থান করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ।

Leave A Reply

Your email address will not be published.

Title