নীলক্ষেতে বইয়ের মার্কেট আগুন, ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রচেষ্ঠায় নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক: নীলক্ষেতে বইয়ের মার্কেট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় নীলক্ষেতের শাহজালাল মার্কেটের বইয়ের দোকানে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আমরা মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ৪৮ মিনিটে নীলক্ষেত বইয়ের দোকানে আগুন লাগার খবর পেয়েছি।

ফায়ার সার্ভিসের কর্তব্যরত ফায়ার ফাইটার মো. আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, বইয়ের বাজারে রাত ৭টা ৪৩ মিনিটে আগুন লাগে। এর পরপরই সেখানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে রাত পৌনে ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইতোমধ্যে ‌অন্তত ১৫-২০ টি দোকান পুড়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের জায়গায় বইয়ের দোকানপাট ছিলো। তবে হতাহতের ঘটনা ঘটেনি। মার্কেটের উত্তর দিক থেকে আগুন লেগে পূর্ব দিকের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের পর থেকে নীলক্ষেত এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে। বিস্ফোরণের সমূহ সম্ভাবনা দেখে আইনশৃঙ্খলা বাহিনী জমায়েত মানুষদের সরিয়ে দিচ্ছেন।

এছাড়াও নীলক্ষেত-নিউ মার্কেট রাস্তায় উৎসুক জনতার ভিড় ও গাড়ি চলাচল বন্ধ আছে। ফলে আশপাশের রাস্তাগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

Title