প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেল বড়াইগ্রামের ২’শ মৎসজীবি পরিবার

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের ২শ হতদরিদ্র মৎস্যজীবি পরিবারের মাঝে করোনা সঙ্কটের এ দুর্যোগ মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ  হাসিনার ত্রাণ তহবিল থেকে জনপ্রতি আট কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা পরিষদের আয়োজনে নগর ইউনিয়নের মেরিগাছা স্কুল মাঠে ২শ মৎস্যজীবি পরিবারের হাতে এই চাল তুলে দেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
এ সময় সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এর মৃত্যুতে এক মিনিট দ্বাড়িয়ে নিরবতা পালন করা হয়। চাল বিতরণকালে সকলকে সামাজিক দুরত্ব বজায় রেখে হাত সবান দিয়ে ধোয়া,বিশেষ কাজে বাহিরে গেলে মাস্ক ব্যবহার করার আহ্বান জানিয়ে উপজেলা চেয়ারম্যান বলেন, করোনা সংকট মোকাবেলায় আমার উপজেলায় বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। পাশাপাশি নিজস্ব উদ্যোগেও উপজেলার কর্মহীন অসহায় মানুষকেও খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এ সংকট চলা পর্যন্ত আমাদের খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুস সোবাহান প্রামানিক, আব্দুস সাত্তার মাষ্টার, নগর ইউনিয়ন যুবলীগ সভাপতি এডভোকেট জুলফিকার আলি মিঠু, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ৬ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি বাকি, ৮ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি শাহিন আলম প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.

Title