বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই  বাংলাদেশ উচ্চ প্রবৃদ্ধি অর্জন করতো

মতলব প্রতিনিধি : বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই বাংলাদেশ উচ্চ প্রবৃদ্ধি অর্জন করতো বলে মন্তব্য করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব মো. নুরুল আমিন রুহুল । তিনি বলেন,  তবে তাকে শহীদ করে দেশের অগ্রগতি রোধ করা যায়নি, কারণ তার দূরদর্শী কন্যা শেখ হাসিনা দেশকে উন্নয়নের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলে বুধবার সকালে রাঢ়ীকান্দি দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা কৃষক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল আমিন রুহুল বলেন, দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে, তাকে থামিয়ে দিতে চক্রান্ত শুরু হয়েছে। একাত্তরের পরাজয় মেনে নিতে পারেনি বলেই বিভিন্ন নামে চক্রান্ত শুরু করেছে।

 

Leave A Reply

Your email address will not be published.

Title