বাগমারা প্রেসক্লাবের নির্বাচনী তফশীল ঘোষণা

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারো ঘটিকায় বাগমারা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে নির্বাচন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আকবর আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আহবায়ক কিমিটির সদস্য সচিব জিল্লুর রহমান দুখু, যুগ্ম আহবায়ক নাজিম হাসান, উপদেষ্টা মামুনুর রশিদ, জিল্লুর রহমান প্রমুখ।

সভায় সর্ব সম্মতিক্রমে বাগমারা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়েছে। আগামী ৬ সেপ্টম্বর নির্বাচন উপলক্ষে নির্বাচনী তফশীল নিম্নরূপ- ২৬/৮/২০২০ তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২৭/০৮/২০২০ তাং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৯-৩০/০৮/২০২০ মনোনয়নপত্র উত্তোলন,০২/০৯/২০২০ তাং মনোনয়নপত্র জমাদান, ০৩/০৯/২০২০ মনোনয়নপত্র যাচাবাচাই এবং ০৪/০৯/২০২০ তাং মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

 

সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ইউসুফ আলী সরকার, আফাজ্জল হোসেন, আলতাফ মন্ডল, সাবেক সম্পাদক মাহফুজুর রহমান প্রিন্স, রাশেদুল হক ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বাক্কার সুজন, সাবেক কোষাধ্যক্ষ শামীম রেজা, সাংবাদিক এসএম সামসুজ্জোহা মামুন, হেলাল উদ্দীন, আব্দুল মতিন, ফারুক আহম্মেদ, নুর কুতুবুল আলম। ভোট গ্রহণ আগামী ০৬ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকা থেকে বেলা দুই ঘটিকা পর্যন্ত চলবে।

Leave A Reply

Your email address will not be published.

Title