বিএনপির দলীয় ৭ সংসদ সদস্যের পদত্যাগপত্র পেয়েছি: স্পিকার

নিজস্ব প্রতিবেদক: বিএনপির দলীয় ৭ সংসদ সদস্যের পদত্যাগপত্র পেয়েছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। রোববার (১১ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তবে তাদের মধ্যে হারুনুর রশীদ পদত্যাগপত্র পাঠিয়েছেন ইমেইলে, তার সই স্ক্যান করে বসানো হয়েছে। এটা গ্রহণ করা হবে না, তাকে আবার পদত্যাগপত্র দিতে হবে বলে জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী

তিনি বলেন, ‘বিএনপির ৭ জন সংসদ সদস্যের পদত্যাগপত্র পেয়েছি। এর মধ্যে ৫ জন নিজেরাই এসেছিলেন। বাকি দুজনের একজন অসুস্থ, আরেকজন বিদেশে।’

সংবিধানের সংশ্লিষ্ট ধারা উল্লেখ তরে স্পিকার বলেন, ‘স্বশরীরে এসে পদত্যাগপত্র জমা দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যে ৫ জন পদত্যাগপত্র নিয়ে এসেছেন তাদের আসন শূন্য হয়ে গেছে। বাকি দুটি আবেদনের সই যাচাই করা হবে এবং তারাই পদত্যাগপত্র পাঠিয়েছেন কি না, সংসদ সচিবালয় তা খোঁজ নেবে। তবে হারুনুর রশীদ পদত্যাগপত্র পাঠিয়েছেন ই-মেইলে, তার সই স্ক্যান করে বসানো হয়েছে। এটা গ্রহণ করা হবে না, তাকে আবার পদত্যাগপত্র দিতে হবে।’

উল্লেখ্য, গতকাল শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপি ঢাকা বিভাগীয় গণসমাবেশে জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির সাত সংসদ সদস্য। এরপরই আজ সকালে সশরীর স্পিকারের কাছে গিয়ে নিজেদের পদত্যাগপত্র জমা দিলেন বিএনপির ৫ সংসদ সদস্য। সমাবেশে বিএনপি ১০ দফা দাবি তুলে ধরে।

Leave A Reply

Your email address will not be published.

Title