বেতন পাবেন কিন্তু কাজ করতে পারবেন না রাজধানীর বাইরের গার্মেন্টকর্মীরা

বর্তমানে রাজধানীর বাইরে যেসব গার্মেন্টকর্মী রয়েছেন তারা খুলে দেওয়া গার্মেন্টসে কাজ করতে পারছেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তাদেরকে এপ্রিল মাসের ৬০ ভাগ বেতন দেয়া হবে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় এর কর্মকর্তারা। এছাড়া পুলিশ বিজিএমইএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত মোতাবেক, ঢাকার বাইরে যেসব শ্রমিক রয়েছেন তারা আপাতত বাড়িতেই থাকবেন। ঢাকায় যেসব শ্রমিক রয়েছেন তারা গার্মেন্টসে কাজ করার সুযোগ পাবেন। ঢাকার বাইরে রয়েছেন তারা কাজ না করলেও এপ্রিল মাসের ৬০ শতাংশ বেতন পাবেন।

Leave A Reply

Your email address will not be published.

Title