ভাঙ্গায় ৪ পরিবারের মাঝে ইজিবাইক-অটোভ্যান বিতরণ করলেন চেয়ারম্যান জালাল

নিজস্ব প্রতিবেদক ফরিদপুর :: ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াৎ হোসেন জালাল ঈদ উপহার হিসেবে অসহায় ৪ পরিবারের মাঝে দুটি ইজি বাইক ও ২টি অটোভ্যান হস্তান্তর করেছেন।

জানা গেছে, চুমুরদী ইউনিয়ন ভাঙ্গা উপজেলার মধ্যে সবচেয়ে ছোট ইউনিয়ন হওয়ায় প্রায় শতভাগ গরীব ও অসহায় মানুষের তালিকা করে গত তিন দিন ঈদ সামগ্রী উপহার দেন। তার কাছ থেকে ঈদ সামগ্রী পেয়ে শত শত পরিবার আনন্দ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াৎ হোসেন জালাল সাংবাদিকদের বলেন, আমি ইউনিয়নের চেয়ারম্যান এজন্য এসব বিতরন করছি এমনটা নয়। আমার পিতা আজাহার উদ্দিনকে দেখেছি বহু বছর ধরেই অসহায় গরীবদের মাঝে প্রতি ঈদে ও বিশেষ কোন দিনে সকলে প্রতি সাহায্যর হাত বাড়িয়ে দিতে। আমি তার সন্তান হিসাবে যতদিন বেচে থাকব অসহায়দের পাশে থাকব ইনশাল্লাহ। ২টি ইজিবাইক ও ২টি অটোভ্যান পাওয়া পরিবারটি জানায়, আমাদের চেয়ারম্যানের দেওয়া ঈদ উপহার পেয়ে আমি আমার জীবনের গতিপথ পরিবর্তন করতে পারব। স্ত্রী সন্তানদের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আমাদের চেয়ারম্যান। এছাড়াও ঈদে আনন্দঘন মুর্হুতে সবাই যেন হাসি মুখে ঈদ করতে পারি সেজন্য আমাদের পরিবারের সকলের জন্য ঈদ সামগ্রীও তিনি দিয়েছেন। উল্লেখ্য সাখাওয়াৎ হোসেন জালাল চুমুরদী ইউনিয়নের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আজাহার উদ্দিনের পুত্র। একই সাথে তরুন সমাজসেবক ও শিক্ষানুরাগী হওয়ায় এলাকার তার জনপ্রিয়তা লোকজন মুখে বহুল আলোচিত। এজন্য আগামী দিনে সাধারণ জনগণ তাকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় বলে এমন অভিমত সাধারণ ভোটারদের।

Leave A Reply

Your email address will not be published.

Title