ভাঙ্গা মাদানিনগর মাদ্রাসার পক্ষ থেকে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত

ফরিদপুর :: ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার মাদানি নগর মাদ্রাসার পক্ষ থেকে অসহায় মানুষ ও বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাত রয়েছে। দেশের করোনা পরিস্থিতির দুঃসময়ে আজ শনিবার সকালে পশ্চিম হাসামদিয়া মাদানিনগর মাদ্রাসার প্রধান পরিচালক মুহাতামিম মাওলানা আহমেদ মাসরুর শতাধিক আলেম মাওলানা ও স্থানীয় দুঃস্থ পরিবারের মাঝে চাল, ডাল, লবন তেল, আটা, আলু বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক শহিদুল ইসলাম, কামরুল ইসলাম, মাওলানা ফায়েক, আজাহার উদ্দিনসহ স্থানীয়গণ্যমান্য ব্যাক্তি।

মাওলানা আহমেদ মাসরু এক বিবৃতিতে বলেন,আলহামদুলিল্লাহ করোনার এই সময়ে আপনারা কেউ না খেয়ে থাকবেন না। বাংলাদেশ সরকার দেশের জনগণের পাশে আছেন। করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে সরকার দেশের সকল জেলা উপজেলায় ত্রাণ সামগ্রীসহ নগদ অর্থ সাহায্যে প্রদানের মধ্যে দিয়ে সহযোগীতা করে যাচ্ছেন। শুধু আমাদের সচেতন থাকতে হবে। এসময় তিনি সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে সাবধানে চলার পাশাপাশি করোনা সংক্রমণ রোধে সরকারি সকল বিধিমালা মেনে চলার আহ্বান করেন। খাদ্য সামগ্রী বিতরণ শেষে দেশের মানুষ করোনার মছিবত থেকে রক্ষা পেতে একটি বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা আহমেদ মাসরুর। প্রসঙ্গত কারনে উল্লেখ্য মুফতী আজম আল্লামা ফরিদউদ্দিন মাসউদ ফাউন্ডেশনের উদ্দোগে, দারুল উলুম মাদানীনগর মাদ্রাসার পরিচালক মাওলানা আহমেদ মাসরু ও মাওলানা সহিদুল ইসলামের পরিচালনায় ১৫ কেজি চাউল,৫ লেটার সোয়বিন তৈল,২ কেজি চিনি, ২ কেজি মুশুরের ডাল, ৫ কেজি আলু, ১ কেজি লবন, ২ কেজি আটা, ১ কেজি মুড়ি একটি করে বিশেষ খাদ্যের প্যাকেট বিতরন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.

Title