রাজশাহী বাগমারায় চার ইউনিয়নে বিট পুলিশিং উদ্বোধন

বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, তথ্য দিন সেবা নিন, প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় ৪টি ইউনিয়নে  বিট পুলিশিং উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার আউচপাড়া, গোবিন্দপাড়া, নরদাশ, শুভডাঙ্গা ইউনিয়নে বিট পুলিশিং এর উদ্বোধন করা হয়। আউচপাড়া  ইউনিয়নে চেয়ারম্যান সরদার জানমোহাম্মদ, গোবিন্দপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বিজন সরকার,  নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান আঃ মতিন, শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আঃহাকিম প্রাং সহ, সহকারী পুলিশ পরিদর্শক (এ, এসআই) মোঃ হেলালুর রহমানের  সঞ্চালনায় প্রধান অতিথি থেকে বিট পুলিশিং এর শুভ উদ্বোধন করেন বাগমারা থানার হাটগাঙ্গোপাড়ার পুলিশতদন্ত কেন্দ্রের   পুলিশ পরিদর্শক (এস,আই)ও পুলিশিং বিট অফিসার মোঃ   আতাউর রহমান। অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন, হাটগাঙ্গোপাড়া পুলিশতদন্তকেন্দ্রর অফিসার ইনর্চাজ মোঃ রফিকুল ইসলাম, সহকারী পুলিশ পরিদর্শক (এ,এসআই)মোঃ রায়হান, কনেস্টবল মোঃ জিল্লুর রহমান, মোঃ বারিক, গোবিন্দসহ আরও পুলিশ সদস্য। এছাড়াও উপস্থিত ছিলেন প্রত্যেকটি ইউনিয়নের ইউপি সদস্য, সচিব, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাল্য বিবাহ, মাদক, জঙ্গি, নারীর প্রতি সহিংসতা রোধে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক জনাব ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) বিট পুলিশিং সেবা প্রবর্তন করেন। তিনি আরও উল্লেখ করেন আপনারা পুলিশকে সঠিক তথ্য দিন, সেবা গ্রহণ করুন। দেশের আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখতে বাংলাদেশ পুলিশ ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে।

পুলিশী সেবা সহজীকরণ, নাগরিকদের সময়ের সাশ্রয়, সেবা গ্রহীতার সাথে সেবা প্রদানের দূরত্ব কমিয়ে একটি অধিকতর জনবান্ধব পুলিশের প্রত্যয়ে ইতিমধ্যেই দেশব্যাপী বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

Title