লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা: তিন মানব পাচারকারীর রিমান্ড, দুইজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক:  লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় পৃথক দুই মামলায় তিন মানবপাচারকারীর পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই অভিযোগে তেজগাঁও থানার মামলায় দুই মানবপাচারকারীকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৮ জুন) শুনানি শেষে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, জাহাঙ্গীর হোসেন, বাদশা ফকির এবং লিয়াকত আলী ওরফে লেকু শেখ। জাহাঙ্গীর হোসেন ও বাদশা ফকির এক মামলার আসামি। আর লেকু শেখ অপর এটি মামলার আসামি। এদিন আসামি জাহাঙ্গীর হোসেন ও বাদশা ফকিরকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নি.) এস এম গফফারুল আলম। আর লেকু শেখের সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্তা ডিবি পুলিশের এসআই আবুল বাশার মিয়া।

কারাগারে যাওয়া দুই আসামিরা হলেন, হযরত আলী ও নাজমুল হাসান। এদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্লবী জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নি.) লিয়াকত আলী।

প্রসঙ্গ,গত ২৮ মে লিবিয়ায় মানবপাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত ও ১২ জন আহত হন। এরপর বিভিন্ন থানায় ২২ টি মামলা দায়ের করা হয়।

Leave A Reply

Your email address will not be published.

Title