শেরপুরের ঝিনাইগাতীতে ২দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু

‘বাংলাদেশ এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ‘ উদযাপন উপলক্ষে আজ ২৭ মার্চ শনিবার সকালে শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ২দিন ব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলা উপলক্ষে এক র‌্যালী উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলায় এসে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা চত্বরে উন্নয়ন মেলায় অংশ নেয়া ২৫টি স্টল পরিদর্শন করেন,
বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বাংলাদেশ ট্যারিফ এন্ড ট্রেড কমিশনের সদস্য শাহ মোঃ আবু রায়হান আল বেরুনী, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি জয়নাল আবেদীন,ঝিনাইগাতী থানার ওসি মোঃ ফায়েজুর রহমান সহ আরো অনেকেই। এবারের উন্নয়ন মেলায় বিভিন্ন দপ্তর থেকে সরকারের উন্নয়ন নিয়ে ২৫টি স্টল স্থান পেয়েছে । পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । শুরুতেই যুগ্ম সচিবকে ফুলের তোড়া দিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয় । সভায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন ।

গোলাম রব্বানী টিটু
ঝিনাইগাতী(শেরপুর)সংবাদদাতা

Leave A Reply

Your email address will not be published.

Title