সনাতন ধর্মাবলম্বীর সভ্যতার সিড়িতে আরও আরেক ধাপ এগিয়ে “পন্হ দাশ” পরিবার

সিলেট প্রতিনিধিঃ-সিলেট সনাতন ধর্মাবলম্বীর এক অন্যতম ঐতিহ্যর নাম “পন্হ দাশ”। সভ্যতার ইতিহাসে আজ ১৭৩ তম বছর পেরে ১৭৪ তম বছরে পা দিয়েছে এই পারিবারিক পুজো।প্রতিবছর মায়ের আগমনী বার্তায় আনন্দের উল্লাসে মেতে উঠেন এই পারিবারিক গোষ্ঠী।
গল্পটা শুরু হয় তাদের সুনামগঞ্জ জেলার,দিরাই উপজেলার,জগদল ইউনিয়নের কালধর নামক গ্রামটি থেকে।জানা যায়,তাদের এই যাত্রা শুরু হয় শতবছরের পুর্বে,গ্রামের তিন চার পরিবারকে নিয়ে প্রতিবছর তারা আনন্দের উল্লাসে মেতে উঠতেন।তাদের ধারণা মতে,মায়ের আগমনী তে সব অশুভ শক্তি বিনাশ করে নতুন দিগন্তের সৃষ্টি হয়।বিনাশ হয় সব কলহের,রোগ-শোক ব্যাধি থেকে মা “মহামায়া” নিজে তাদের রক্ষা করেন। বিভিন্ন প্রতিকুলতাকে অনুকূলে পরিনত করেন।পারিবারিক এই পুজো এখন অনুষ্ঠিত হয় সিলেট নগরীর বাগবাড়ি ২৬৭ নং বাসাতে,পারিবারিক ভাবে চারটি পরিবার নিয়ে আনন্দের উল্লাসে মেতে উঠেন তারা।যাদের মধ্যে উল্লেখযোগ্য কল্যাণ ব্রত পন্হ দাশ,শংকর পন্হ দাশ,কনক পন্হ দাশ,রাজু পন্হ দাশ,শিউলি দে প্রমুখ ।এই চার-পাচ পরিবারের যৌথ প্রচেষ্টায় প্রতিবছর আনন্দের উল্লাসে জয়ধ্বনি দেয় এই পারিবারিক গোষ্ঠী। সভ্যতার এই আলিঙ্গন ধরে সারাটা জীবন এই রকম উদ্দীপনার আনন্দ উল্লাসে কাটাতে চায় এই পারিবারিক গোষ্ঠী।

Leave A Reply

Your email address will not be published.

Title